ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ - ২০২৪

৩৭ টি বাটন মোবাইল এর দামবর্তমান যুগ আধুনিক যুগ। এই আধুনিকতার ছোঁয়া রান্না করার চুলা পর্যন্ত পৌঁছে গেছে। বর্তমান সময়ের বেশিরভাগ মানুষই আগের মত হাতে বানানো চুলাতে খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করে না। এখন রান্না করার কাজে বেশিরভাগ মানুষই ইলেকট্রিক চুলা ব্যবহার করে। ইলেকট্রিক চুলা ছাড়াও বিভিন্ন গ্যাসের চুলা মানুষ ব্যবহার করে থাকে। আমাদের দেশের মধ্যে অনেক নামি দামি ইলেকট্রিক চুলা ও গ্যাসের চুলার কোম্পানী রয়েছে। 
ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ - ২০২৪
এই সকল কোম্পানিগুলো তাদের ইলেকট্রিক ও গ্যাসের চুলা তৈরি করে থাকে এবং সেই সকল চুলাতে ব্যবহার করা বিভিন্ন পার্সের এর উপর ভিত্তি করে দাম নির্ধারণ করে। এ সকল কোম্পানির চুলার দাম একেক রকম হয়ে থাকে। একজন মানুষ যখন কোন কিছু কিনতে যায় তখন সেই জিনিসের দাম সম্পর্কে তার আগে থেকেই ধারণা রাখা উচিত। 

আমাদের মধ্যে অনেকেই ইলেকট্রিক অথবা গ্যাসের চুলা কিনতে চাচ্ছেন এবং বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক ও গ্যাসের চুলার দাম সম্পর্কে জানতে চাচ্ছেন। আপনারা যারা ইলেকট্রিক ও গ্যাসের চুলার দাম সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এ আর্টিকেলটি। আজকের এই আর্টিকেলে আমরা বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক ও গ্যাসের চুলার দাম সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব।

ওয়ালটন ইলেকট্রিক চুলা দাম - ২০২৪

বর্তমান সময়ে বাংলাদেশে অসংখ্য ইলেকট্রিক পণ্য প্রস্তুতকারী কোম্পানি রয়েছে। এই সকল কোম্পানির পণ্যগুলোর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তাদের পণ্যর এই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তাদের পণ্যের দাম আলাদা রকম হয়ে থাকে। আমাদের বাংলাদেশের যে সকল ইলেকট্রিক চুলার কোম্পানি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি হলো ওয়ালটন কোম্পানি। ওয়ালটন কোম্পানির নাম আমাদের সকলের জানা আছে। এটি আমাদের দেশীয় কোম্পানি। ওয়ালটন কোম্পানি তাদের পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর জনপ্রিয় হয়ে আছে। 

ওয়ালটন কোম্পানির প্রোডাক্টগুলো দাম কম অনুযায়ী ভালো মানের হয়ে থাকে। এই সকল কারণে ওয়ালটন কোম্পানি আমাদের দেশের মানুষের কাছে পছন্দের শীর্ষ তালিকা আছে। ওয়ালটন কোম্পানি বিভিন্ন রকম ইলেকট্রিক চুলা তৈরি করে থাকে। আবার আপনাদের মধ্যে অনেকেই ওয়ালটন কোম্পানির ইলেকট্রিক চুলা নিতে চাচ্ছেন। আপনারা যারা ওয়ালটন কোম্পানির ইলেকট্রিক চুলা নিতে চাচ্ছেন তাদের জন্য ওয়ালটন কোম্পানির কিছু ভালো মানের ইলেকট্রিক চুলার দাম নিচে তুলে ধরা হলোঃ
  • ওয়ালটন ইন্ডাকশন কুকার (WI-F15 )মডেল - ৪৫৯০ টাকা
  • ওয়ালটন ইনডাকশন কুকার( WI-S40 )মডেল - ৩৯৫০ টাকা
  • ওয়ালটন হেড মাস্টার ইলাইট- ৩৯৯৯ টাকা
  • ওয়ালটন (WIR-KS20)- ৪৯৯০ টাকা
  • ওয়ালটন (WIR-BS20) - ৩৮৯০ টাকা
  • ওয়ালটন (WHP-SMH15) - ২০০০ টাকা
  • ওয়ালটন (WHP-DAMH22) - ৩০০০ টাকা

ভিশন ইলেকট্রিক চুলা দাম

ভিশন কোম্পানি বাংলাদেশের সকল ইলেকট্রিক চুলা প্রস্তুতকারী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি। অনেকের কাছে বাংলাদেশের মধ্যে ভিশন কোম্পানির সবচেয়ে সেরা আবার অনেকের কাছে ওয়ালটনের পরেই রয়েছে ভিশন কোম্পানি। ভিশন কোম্পানি বিভিন্ন বৈশিষ্ট্যের এবং আলাদা ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক চুলা তৈরি করে থাকে। ভিশন কোম্পানির ইলেকট্রিক চুলা গুলোর দাম ওয়ালটন কোম্পানির ইলেকট্রিক চুলার তুলনায় একটু বেশি হয়ে থাকে। তবে দাম অনুযায়ী ভিশন কোম্পানির ইলেকট্রিক চুলা গুলো ও উন্নতমানের হয়ে থাকে। 

বর্তমান সময়ে ভিশন কোম্পানির তিন ধরনের ইলেকট্রিক চুলা পাওয়া যায়। এই ধরণগুলো হল ইনফ্রারেড ইলেকট্রিক চুলা, ইন্ডাকশন ইলেকট্রিক চুলা, হেলোজেন ইলেকট্রিক চুলা। আপনারা এই তিন ধরনের চুলার মধ্যে থেকে যেকোনো ধরনের চুলা কিনতে পারেন। তবে যে কোন কিছু কেনার আগে অবশ্যই সেই জিনিসের দাম সম্পর্কে জানা উচিত। তাই আমরা আপনাদের সামনে ভিশন কোম্পানির কিছু ইলেকট্রিক চুলার দাম তুলে ধরা হলোঃ
  • VISION INFRARED COOKER VSN- 20A7- ২৯৯০ টাকা
  • VISION INFRARED COOKER VSN- 20A1 - ৩০০০ টাকা
  • VISION INFRARED COOKER VSN- 20A7 - ৩২০০ টাকা
  • VISION TOUCH CONTROL INDUCTION COOKER - ৩৭৫০ টাকা
  • VISION INDUCTION COOKER VSN 1240 - ৩৬০০ টাকা
  • VISION INFRARED COOKER 30A3 SMART COOK - ৪২৫০ টাকা
  • VISION INFRARED COOKER VSN-NE C11- ৪৬০০ টাকা
  • VISION INFRARED COOKER 40A3 HILIFE - ৫৫০০ টাকা
উপরে আমরা যে সকল ভিশন কোম্পানির ইলেকট্রিক চুলার নাম তুলে ধরেছি এই সকল চুলায় ভিশন কোম্পানির চুলা গুলোর মধ্যে সেরা। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এই উপরে দেওয়া চুলা গুলোর মধ্যে থেকে যে কোন একটি তুলে নিতে পারেন। এই চুলগুলো আপনি বাংলাদেশের যে কোন ইলেক্ট্রনিক্স দোকানে পেয়ে যাবেন। আশা করি আপনারা ভিশন ইলেকট্রনিক চুলার দাম সম্পর্কে ধারণা পেয়েছেন।

গাজী গ্যাসের চুলার দাম

গাজী হোম এপ্লায়েন্স কোম্পানির নাম আমাদের অনেকেরই জানা আছে এবং এই কোম্পানিটি বাংলাদেশের অনেক মানুষের পছন্দের একটি কোম্পানি। অনেক মানুষ রয়েছে যারা তাদের বাসা বাড়িতে প্রয়োজনীয় বিভিন্ন প্রোডাক্ট গাজী কোম্পানির নিয়ে থাকে। গ্যাসের চুলার ক্ষেত্রেও গাজী কোম্পানির আলাদা দাপট রয়েছে। একটি আধুনিক রান্না ঘরের ভিতরে ইলেকট্রিক চুলা অথবা গ্যাসের চুলা না থাকলে সেই রান্নাঘরকে আধুনিক রান্নাঘর বলা হয় না। বর্তমান সময়ের বেশিরভাগ মানুষ তাদের বাসা বাড়িতে রান্না করার ক্ষেত্রে গ্যাসের চুলা ব্যবহার করে থাকে। 

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা গাজী গ্যাসের চুলা ব্যবহার করতে পছন্দ করেন। যারা গাজী গ্যাসের চুলার ব্যবহার করতে পছন্দ করে তারা অবশ্যই গ্যাসের চুলা কেনার ক্ষেত্রে গাজী গ্যাসের চুলায় কিনবে। তাদের অবশ্যই গ্যাসের চুলা কেনার আগে সেই চুলার দাম সম্পর্কে জানতে হবে। যারা গাজী গ্যাসের চুলা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই আর্টিকেলে আমরা গাজী গ্যাসের চুলার দাম সম্পর্কে জানব। 

আপনি গাজী গ্যাসের চুলা নিতে চাইলে ৪০০০ টাকা থেকে শুরু করে ২২০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। গাজী গ্যাসের চুলা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্টিল বডি ফ্রেম এবং আরেকটি হচ্ছে গ্লাস বডি ফ্রেম। স্টিল বডি ফ্রেম এর গাজী গ্যাসের চুলা আপনি ৬০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং গ্লাস বডি ফ্রেম গ্যাসের চুলা ৬০০০-২২০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। নিচে কয়েকটি গাজী গ্যাসের চুলার দাম তুলে ধরা হলোঃ
  • GST-239C-GAZI GAS STOVE - ৪৪৩৭ টাকা
  • GST-229C-GAZI GAS STOVE - ৪৩৩৪ টাকা
  • GST-245C-GAZI GAS STOVE - ৪৬৬৪ টাকা
  • HTG-2102C - GAZI GAS STOVE - STAINLESS STEEL - ৪৯৫৩ টাকা
  • HTD-2002A - GAZI GAS STOVE - ৫১৬০ টাকা
  • FFD-268C-GAZI SMISS GAS STOVE-৬৭০৮ টাকা
  • TG-202-GAZI SMISS GAS STOVE - ৭৭৪০ টাকা
  • P-316-GAZI SMISS GAS STOVE - ৯২৮৮ টাকা
  • TG-203-GAZI SMISS GAS STOVE - ৮৭৭২ টাকা
  • B-236-GAZI SMISS GAS STOVE - ৯৮০৪ টাকা
  • P-320C-GAZI SMISS GAS STOVE - ৯২৮৮ টাকা

ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ

ডাবল গ্যাসের চুলা আমাদের নিত্যদিনের সঙ্গী। খাবার খেয়ে বেঁচে থাকার জন্য তা রান্না করে খেতে হয় এবং সেই রান্না করার জন্য চুলা প্রয়োজন হয়। আদিম যুগ থেকে মানুষ হাতে বানানো চুলোতে খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করতো। কিন্তু বর্তমান সময় হচ্ছে আধুনিক যুগ। এ যুগে প্রত্যেকটি রান্নাঘর হয়ে উঠেছে আধুনিকতার একটি অংশ। একটি আধুনিক রান্নাঘরে গ্যাসের চুলা না থাকলে সেই রান্নাঘর কে আধুনিক রান্নাঘর বলা যায় না। গ্যাসের চুলার মধ্যে দুই ধরনের গ্যাসের চুলা রয়েছে। 

একটি হচ্ছে সিঙ্গেল গ্যাসের চুলা এবং আরেকটি হচ্ছে ডাবল গ্যাসের চুলা। যে সকল ছোট পরিবার রয়েছে অথবা যারা শিক্ষার্থী রয়েছে তারা সিঙ্গেল গ্যাসের চুলা ব্যবহার করে থাকে। এছাড়া বড় পরিবারগুলোতে সাধারণত ডাবল গ্যাসের চুলায় ব্যবহারকৃত হয়ে থাকে। গ্যাসের চুলায় রান্না করতে গ্যাস প্রয়োজন। বর্তমান সময়ে সরকারের গ্যাস সরবরাহের সুবিধা রয়েছে। আমাদের মধ্যে অনেকেই সরকারি গ্যাসের মাধ্যমে গ্যাসের চুলায় রান্না করে থাকে আবার অনেকেই গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে গ্যাসের চুলায় রান্না করে থাকে। 

বর্তমানে দেশের বিভিন্ন জেলাতে এবং বিশেষ করে শহর অঞ্চলের সরকারিভাবে গ্যাস সরবরাহের ব্যবস্থা রয়েছে। এছাড়াও অনেক গ্রামেও সরকারি গ্যাস সরবরাহের ব্যবস্থা রয়েছে আবার লাইটারের মাধ্যমে আগুন দিয়ে গ্যাসের চুলা চালানো যায় তবে সেটি অনেক বিপদজনক হয়ে থাকে। তবে আপনি যেই গ্যাস দিয়েই রান্না করেন না কেন আপনার গ্যাসের চুলা আগে প্রয়োজন। আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ডাবল গ্যাসের চুলা কিনতে চাচ্ছেন কিন্তু ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশে কেমন তা সম্পর্কে জানেন না। 

আপনারা যারা ডাবল গ্যাসের চুলার দাম সম্পর্কে জানেন না তাদের জন্য এই আর্টিকেলে আমরা ডাবল গ্যাসের চুলার দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের দেশে ডবল গ্যাসের চুলা গুলো ১০০০ টাকা থেকে শুরু করে ১৫০০০ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে অনেক গ্যাসের চুলা প্রস্তুতকারী কোম্পানি রয়েছে তবে তাদের মধ্যে অন্যতম কিছু কোম্পানির ডাবল গ্যাসের চুলার দাম নিচে তুলে ধরা হলোঃ
  • WGH-21GS (LPG/NG) - ৬৯৯০ টাকা
  • WGH-22GB (LPG/NG) - ৮৯৯৫ টাকা
  • WGH-SILVIA (LPG/NG) - ৮২৯০ টাকা
  • WGH-23CB (LPG/NG)-১২৯৯৫ টাকা
  • WGH-24GBT (LPG/NG) - ১৪৫৯০ টাকা
  • SS AUTO GAS STOVE LPG-83500- ৩৫৬৩ টাকা
  • A-206 AUTO GAS STOVE- ৩৫৫০ টাকা
  • 2-06 TRB(LPG/NG) - ৬২০০ টাকা
  • GLS AUTO GS LPG 805314 - ৪৯৮৮ টাকা
  • HTG-2888-GAZI SMITH GAS STOVE -৩৭১৫ টাকা
  • HTG-2889-GAZI SMITH GAS STOVE -৩৭১৫ টাকা
  • GST-245C-GAZI SMITH GAS STOVE -৪৬৪৪ টাকা
  • GST-229C-GAZI SMITH GAS STOVE -৪৩৩৪ টাকা
  • HTD-2002A-GAZI SMITH GAS STOVE -৫১৬০ টাকা
  • TG-202-GAZI SMITH GAS STOVE -৭৭৪০ টাকা
  • FFD-268C-GAZI SMITH GAS STOVE -৬৭০৮ টাকা
  • P-320C-GAZI SMITH GAS STOVE -৯২২৮ টাকা
  • GA-BGS-508-GAZI SMITH GAS STOVE -১৩৪১৬ টাকা
  • B-239-GAZI SMITH GAS STOVE - ১১৩৫২ টাকা ডাবল
  • B-242C-GAZI SMITH GAS STOVE -১৩৯৩২ টাকা
  • EG-772C-GAZI SMITH GAS STOVE -১৩৪১৬ টাকা
  • GH-8301M-GAZI SMITH GAS STOVE -১৬৫০২ টাকা
  • EG-B769M-GAZI SMITH GAS STOVE -১৫৪৮০ টাকা
  • BILT IN GLS LPG MERI GOLD 868424 - ৯৫০০ টাকা

সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত

বর্তমানে আমাদের দেশসহ সমগ্র পৃথিবীতে গ্যাসের চুলা ব্যবহারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই গ্যাসের চুলা ব্যবহার করার ক্ষেত্রে বড় বড় পরিবারগুলো ডবল গ্যাসের চুলা ব্যবহার করে থাকে। কিন্তু ছোট পরিবারগুলোতে পরিবারের সদস্য সংখ্যা কম হওয়ার কারণে তারা সিঙ্গেল গ্যাসের চুলা ব্যবহার করতে পছন্দ করে। আবার যে সকল শিক্ষার্থীরা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাসা ভাড়া নিয়ে লেখাপড়া করে তাদের নিজেদের রান্না করে খেতে হয়। সে ক্ষেত্রে তারা সিঙ্গেল গ্যাসের চুলা ব্যবহার করে থাকে। দিন দিন সিঙ্গেল গ্যাসের চুলা ব্যবহারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। 

বর্তমানে অনেক মানুষ রয়েছে যারা সিঙ্গেল গ্যাসের চুলা কিনতে চাচ্ছে কিন্তু সিঙ্গেল গ্যাসের চুলার দাম সম্পর্কে জানেনা। আপনাদের মধ্যেও যাদের সিঙ্গেল গ্যাসের চুলা কেনার ইচ্ছা আছে কিন্তু সিঙ্গেল গ্যাসের চুলার দাম সম্পর্কে ধারণা নেই তাদের জন্য আমরা নিচে কয়েকটি নামিদামি কোম্পানির সিঙ্গেল গ্যাসের চুলার দাম আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে কিছু সিঙ্গেল গ্যাসের চুলার দাম সম্পর্কে জেনে নেওয়া যাক,
  • WALTON- WGS-SSH2 - ১২০০ টাকা
  • WALTON- WGS-SSB3 - ১৬০০ টাকা
  • WALTON- WGS-SS2 - ১৯০০ টাকা
  • WALTON - WGS-SSH90 - ১৬০০ টাকা
  • WALTON -WGS-GSC10 - ২১০০ টাকা
  • WALTON -WGS -GSC90 - ২৬০০ টাকা
  • WALTON -WGS- SGC1 - ২৭০০ টাকা
  • WALTON -WGS-GSC20 - ২৮০০ টাকা
  • RFL SINGLE GLS AUTO GS LPG 805334-২৫২৯ টাকা
  • SING SS GAS STOVE LPG 83498 - ২৫২৫ টাকা
  • RFL SINGLE GLS AUTO LPG 805326- ২৭০৩ টাকা
  • SINGLE AUTO GAS STOVE OLIVIA - ৩০০০ টাকা
  • SINGLE GLS GSTV BLUEBELL - ৩১২৫ টাকা
  • SINGLE GAS STOVE SILKY - ২৮৭৫ টাকা
  • SINGLE AUTO GAS STOVE JOSIE.828600 - ৩০০০ টাকা
  • VSN LPG SINGLE SS SUPER - ১৯৫০ টাকা
  • VSN LPG SINGLE GLASS FANCY - ২৬২৫ টাকা

শেষ কথা

প্রিয় পাঠকগণ, সকলেই চাই খুব সহজে এবং অতি দ্রুত রান্নার কাজ শেষ করতে। আবার অনেক সময় রান্না করার জন্য খুব কম সময় থাকে তখন দ্রুত রান্না করার প্রয়োজন হয়। খুব সহজে এবং দ্রুত রান্না করার সবচেয়ে ভালো উপায় হলো ইলেকট্রিক চুলা অথবা গ্যাসের চুলা। দিন দিন আমাদের দেশে সমগ্র বিশ্বে ইলেকট্রিক ও গ্যাসের চুলার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তবে অনেক সময় ইলেকট্রিক চুলা গুলোর ভোল্টেজ বেশি দেওয়ার কারণে চুলা পুড়ে নষ্ট হয়ে যায়। 

আবার গ্যাসের চুলাও অসতর্কার কারণে অনেক সময় গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। তাই আমাদের সকলেরই উচিত সর্তকতার সহিত এই সকল পন্য ব্যবহার করা। আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের কাছে এই আর্টিকেলটি অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ড্রিমসসেফ আইটিির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url