একতরফা ভালোবাসা থেকে মুক্তির সহজ উপায়
নিঃস্বার্থ ভালোবাসা উক্তি ও স্ট্যাটাসমনের মধ্যে লালিত ভালোবাসা বয়ে বেড়ানো অনেক কষ্ট। যার নাম একতরফা ভালোবাসা। নিজের ভালোবাসা কে নিজের মনের মধ্যেই সাজানো থাকে যা অন্য কেউ এসে সাজানো বাগানটাকে পূর্ণতা দেয় না। একতরফা ভালোবাসা থেকে অনেকে মুক্তি চায়। অনেকে পারে আবার অনেকের জীবন অন্ধকারাচ্ছন্নে ঢেকে যায়।
আজকে আমরা একতরফ ভালোবাসা নিয়ে আলোচনা করব। একতরফা ভালোবাসা কেমন হয় এর শেষ পরিণতি কেমন এবং এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব। আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
একতরফা ভালোবাসা মানে কি
একতরফা ভালোবাসা মানে একজন ব্যক্তি যদি কাউকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা নিজের দিকে প্রতিফলিত হয় না তাকে একমাত্র ভালোবাসা বলা হয়। অন্যভাবেও বলা যায়, আপনি কাউকে মন থেকে ভালোবেসে যাচ্ছেন কিন্তু সেই ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসে না বা মূল্যায়ন করে না আর সেটাই হচ্ছে একতরফা ভালোবাসা। একতরফা ভালোবাসা শুধুমাত্র নিজের মনের ভেতর অন্য কারো নাম লুকিয়ে থাকে। যা অন্য কেউ একাগ্রতা প্রকাশ করে না।
একতরফা ভালোবাসা উক্তি
একতরফা ভালোবাসা নিঃস্বার্থহীন হতে হয়। যদি কখনো দেখেন আপনি কাউকে ভালবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না তারপরও আপনি তাকে শ্রদ্ধা সম্মান দিয়েই ভালবাসতেছেন আর এটাই হচ্ছে একতরফা ভালোবাসা। একতরফা ভালোবাসার কিছু উক্তি আপনাদের মাঝে তুলে ধরা হলো;
- "একতরফা ভালোবাসা মানে নিজেকে সমর্থন করা এবং অন্যদের সুখের জন্য নিজেকে আত্মত্যাগ করা।"
- "একতরফা ভালোবাসা মানে অপরের প্রতি অগ্রাহ্য প্রেমের অভাব না দেখিয়ে তাদের সাথেই থাকা।" "একতরফা ভালোবাসা মানে কোনও প্রতিবন্ধী দেখানোর প্রতি একটি আত্মবিশ্বাসযুক্ত আবেগ ও আদর প্রকাশ করা।"
- "একতরফা ভালোবাসা মানে অপরের স্বত্বের মধ্যে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা।"
- "একতরফা ভালোবাসা মানে অপরের কাছে প্রেমের প্রতি অবিচ্ছিন্ন এবং নিঃস্বার্থিক আত্মবল প্রদর্শন করা।"
- "একতরফা ভালোবাসা মানে অপরের জন্য নিজের সময় ও উপস্থিতির অধিকার অস্তিত্বের স্বীকৃতি দেওয়া।"
- "একতরফা ভালোবাসা মানে আমার কল্পনা জুড়ে তোমারি বসবাস কিন্তু তুমি অন্য কাউকে নিয়েই মগ্ন"
- "একতরফা ভালোবাসা মানে নিজের মনের মধ্যে লালিত স্বপ্নগুলো বিসর্জন দিয়ে অন্যকে সুখী করা।"
- "একতরফা ভালোবাসা মানে অপরের প্রতি প্রেমের সততা এবং নিজের সম্পর্কে দৃঢ় অবিশ্বাস প্রদর্শন করা।"
- "একতরফা ভালোবাসা মানে অন্যের ইচ্ছাটাকে মূল্যায়ন করা এবং তার সাথে একসাথে থাকা।"
একতরফা ভালোবাসা নিয়ে কবিতা
একতরফা ভালোবাসার নিয়ে একটি কবিতা আপনাদের জন্য যারা মনের মানুষকে একতরফা ভালোবেসেই গিয়েছে প্রতিদান হিসেবে কিছুই পায়নি আর পাওয়ার ইচ্ছাটুকু নেই বা কখনো আশাও করে না। কবিতাটি হল;
একতরফা ভালোবাসা আমি পাঠাই তোমারে,
মনের গভীর অংশে আমার তৈরি একটি গানে।
তোমার চেয়ে আমি বেশি আক্রান্ত,
আমার সব ইচ্ছাগুলি তুমি মেলে নিতে ব্যাক্ত।
প্রেমের কথা মনে পড়ে যাক একটি পত্রে,
আমার আত্মহত্যা করার কথা আর জোর বাড়াও না করে।
তোমার সুন্দর চোখের দেখা আমার প্রাণে,
তোমার আভাস নির্জনে দুঃখের স্বপ্ন মিলে হারান।
এই একতরফা প্রেমে আমি করবো তোমার জন্য আর অধিক,
তুমি থাকো আমার জীবনের এই অন্যরূপ দ্বীপ।
যতই দূরে থাকো তুমি আমার সঙ্গে থাকবে,
আমি হব সব সময় তোমার জন্য প্রিয় বন্ধু আর ভালোবাসা অনুভব করবো অধিক।
একতরফা ভালোবাসা মাঝে মাঝে কষ্টের ঝড়ে,
তবু আমি হারাতে চাই না এই অপূর্ণ ভালোবাসার সময়টাকে।
তোমার সাথে সৃষ্টি হবো নতুন প্রেমের গল্প,
এই একতরফা ভালোবাসা আমি করি অনন্য একলা রঙিন বস্ত্রে মাথা ঝুলিয়ে ঘুমিয়ে।
এক তরফা ভালোবাসা স্ট্যাটাস
একতরফা ভালোবাসা নিয়ে আপনাদের জন্য ১০টি স্ট্যাটাস দেওয়া হলোঃ
- "একতরফা ভালোবাসা মানে আমার মন এবং আত্মা তার জন্য নিঃস্বার্থে বিলিয়ে দিয়েছি।"
- "আমার প্রতিটি শ্বাস-নিঃশ্বাস একতরফা ভালোবাসার অনুভূতির মধ্যে ডুবে যায়, এবং তা তার জন্য আবিষ্কৃত বোধ করে।"
- "একতরফা ভালোবাসা হলো স্থিরতা, এবং আমি এই স্থিতিতে নিজেকে খুঁজে পেলাম শুধু তার সাথে থাকার চেষ্টা করতে করতে।"
- "একতরফা ভালোবাসার অনুভূতি আমার চোখে একটি স্বপ্নের সমাহার প্রদর্শন করে, এবং সমস্ত স্বপ্ন আপনির সাথে মিলে হারিয়ে যায়।"
- "আমি তোমার সাথে আছি যে তুমি জানো না, তোমার ভালোবাসা আমার জীবনের সেরা অভিজ্ঞতা।"
- "তোমার অস্তিত্ব আমার প্রতিটি মুহূর্তে আমাকে ভালো বেসে রাখে।"
- "একমাত্র তোমার মধ্যে আমার সমস্ত খুশির কিছু থাকে।"
- "তোমার ভালোবাসা হলো আমার হৃদয়ের একমাত্র আশ্রয়।"
- "আমি চাই না আমার জীবনে অন্য কোনো মানুষ আসুক, তুমি আছো তাই আমার ভালোবাসা।"
- "তোমার প্রেম ভালবাসা আমার জীবনের একমাত্র অনুপ্রেরণা, তোমার ভালোবাসা আমাকে শক্তি দেয়, প্রেরণা পাই।"
একতরফা ভালোবাসা থেকে মুক্তির উপায়
বর্তমান ভালবাসায় আমরা যা দেখতে পাই কারো ভালোবাসা পূর্ণতা পায় না। যদিও পায় তার সংখ্যা অতি নগণ্য। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার ব্যবহারে সঠিক ভালোবাসার মূল্যায়ন পায় না। আমাদের মাঝে বিভিন্ন প্রকারের ভালোবাসা লক্ষ্য করা যায়। কেউ ভালোবেসে সাকসেস হয় আবার কারো ভালোবাসা অসমাপ্তই রয়ে যায়।
আবার সারা জীবন একতরফা ভালোবেসেই যায় কিন্তু বিনিময়ে ভালোবাসা পাওয়ার মত সৌভাগ্য তার হয় না। একতরফা ভালোবাসা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। একজন যদি মন থেকে ভালোবেসে থাকে তাহলে সহজে তাকে ভোলা সম্ভব হয় না। এর সাইট ইফেক্ট যে কতটা মারাত্মক ক্ষতিকর যে এই পরিস্থিতিতে পড়ে সে একমাত্র বুঝতে পারে। একসময় একাকীত্ব জীবন বেছে নিতে হয়।
মানুষের সাথে মিশতে ভালো লাগেনা, কথা বলতে ভালো লাগে না কোন কিছুতেই মন বসে না একটা সুন্দর ভবিষ্যৎ দিনে দিনে অন্ধকারে ঢেকে যায়। এ থেকে পরিত্রাণ সহজে পাওয়ার যায় না। তবে একতরফা ভালোবাসা থেকে মুক্তি পেতে কিছু দিক নির্দেশনা অনুসরণ করতে হবে তাহলে হয়তো সম্ভব।
এখন চলুন জেনে নেই, একতরফা ভালোবাসা থেকে কিভাবে এবং কি করলে সহজে মুক্তি পাওয়া যায়।
- যদি আপনার মনে হয় আপনি কাউকে ভালবাসতেছেন কিন্তু আপনাকে সে চায়না তাহলে তার কাছ থেকে দূরে থাকতে হবে।
- সে মানুষটি যদি আপনার পরিবার অথবা আত্মীয়-স্বজন এর মধ্যে কেউ একজন হয় তাহলে প্রথম অবস্থায় তাকে মোটিভেটেড করার চেষ্টা করবেন। বোঝানোর চেষ্টা করবেন রক্তের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক যা কখনো অবহেলা করা যায় না।
- আপনার ভবিষ্যৎ লাইভ সম্পর্কে সচেতন থাকতে হবে এবং লক্ষ্য অনুযায়ী মনোবল ঠিক রেখে কাজ করতে হবে।
- ভালোবাসার মোহ দূর করতে চাইলে আপনাকে অবশ্যই অন্য কোন কাজে বেশি বেশি ব্যস্ত থাকতে হবে।
- আর কখনো একাকী থাকা যাবে না যদি পারেন মানুষের সাথে বেশি মেলামেশার চেষ্টা করবেন।
- যদি আপনার কাছে সেই ভালোবাসার মানুষের কোন স্মৃতি বা কানেকশন থাকে তাহলে সেগুলো ডিলিট করে দিতে হবে।
- আপনার মনকে শান্ত করার জন্য আপনার ধর্ম অনুযায়ী এবাদত বন্দেগীতে মনোনিবেশ করতে হবে।
- আর যদি আপনার মানসিক অবস্থার অবনতি হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিবেন।
এক তরফা ভালোবাসা গল্প
ভালোবাসা বরাবরই কষ্টদায়ক। আপনি যখন কাউকে মন থেকে ভালবাসবেন তখন বুঝবেন কাউকে ভালোবাসার পর সেই মানুষটির কাছে আপনার যখন বিন্দুমাত্র কোন মূল্য থাকে না। একতরফা ভালোবাসা আসলেই বেদনাদায়ক। না কাউকে বলে বোঝানো সম্ভব না নিজের মনকে কন্ট্রোল করা সম্ভব। প্রিয় পাঠক, বাস্তব অবলম্বনে একতরফা ভালোবাসার গল্প নিয়ে আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চাই।
সালটা ছিল ২০১২ গ্রামের একটা ছেলে এসএসসি পাস করে পড়াশুনা করার জন্য শহরে পাড়ি জমায়। প্রথম অবস্থায় দিনকাল ভালোই যেত নতুন নতুন বন্ধু-বান্ধবী, ক্লাসমেট এবং মহল্লার কিছু ছেলে। এভাবেই সেই ছেলেটি রাজ (ছদ্মনাম) একটি বছর কাটিয়ে দিল। ছেলেটি চঞ্চল প্রকৃতির ছিল ঘুরফির করা, পাড়ায় আড্ডা দেওয়া, কলেজে আড্ডা দেওয়া পাশাপাশি পড়াশোনা করা সবই চলত। দুঃখিত গল্পের মেয়েটির নামটাই তো বলা হলো না। মেয়েটির ছদ্মনাম (নুসরাত)।
মেয়েটি তখন অনেক ছোটই ছিল কিন্তু ছেলেটির সেই মেয়েটাকে ভালো লাগতো। সেই ভালোলাগা থেকেই ভালোবাসার জন্ম হয়। মেয়েটি মহল্লার মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল। পাড়ার অনেক ছেলেই তার সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করত। কিন্তু সেই ছেলেটি সহ্য করতে পারত না। মেয়েটিকে ডিস্টার্ব করার জন্য অনেক ছেলেকেই মারধর করেছে। শুধু কি মারামারি তা কিন্তু না মেয়েটি যখন সকাল ৬ টায় কোচিংয়ে যাইতো ছেলেটি তাকে এক নজর দেখার জন্য প্রতিটা দিনই রাস্তায় অপেক্ষা করতো।
এই এক নজর দেখাটার যে মজাটা ছিল বা ভাললাগা ছিল যে ওই পরিস্থিতিতে পড়েছে সে একমাত্র বোঝে যা অন্য কাউকে বোঝানো সম্ভব না। এভাবেই কেটে গেল একটি বছর। মেয়েটি ক্লাস সেভেনে উঠছে। মেয়েটি বুঝেছে যে সেই ছেলেটি তাকে ফলো করছে ভালবাসে। কখনো কোচিং সময্, কখনো স্কুল সময়, আবার কখনো বিকেল বেলা এভাবে দিনের প্রতিটা সময় তাকে দেখার জন্য সেই ছেলেটি অস্থির থাকতো।
আসলে সত্যিকারে ভালোবাসা বুঝি এমনই হয়। একটা সময় ছেলেটি মেয়েটাকে সাহস করে বলেই ফেলে আমি তোমার জন্য চারটা বছর ধরে অপেক্ষা করতেছি তোমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তোমাকে দেখতেছি আমি তোমাকে খুব পছন্দ করে ভালোবাসি। কিন্তু সেই সময় মেয়েটা ছেলেটাকে আগ্রহ দেখালেও কিছুদিন পর তা আর থাকে না। হয়তো মেয়েটি কখনো ছেলেটির ভালোবাসা অনুভব করতে পারেনি।
ছেলেটি অনেক চেষ্টা করেছিল মেয়েটিকে সাথে নিয়ে একসাথে পথ চলা তা সম্ভাবনা হলো না। পড়াশোনা থাকিতে অন্য শহরে পাড়ি দিলেন ছেলেটি। তারপরও অনেক চেষ্টা করেছে মেয়েটিকে বুঝানোর কিন্তু মেয়েটি দিনের পর দিন অচেনা মানুষের মতই আচরণ করেছে। এভাবেই একতরফা ভালোবাসার মৃত্যু ঘটে। (সংক্ষিপ্ত)
শেষ কথা
প্রিয় পাঠক, অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালবাসুন নিজের আত্ম মর্যাদাকে প্রাধান্য দিন।অন্য কাউকে ভালবাসার আগে অবশ্যই যাচাই-বাছাই করে নেবেন। নিজের পবিত্র ভালোবাসা কখনো ভুল মানুষকে দেওয়াটাও একটি বড় ভুল। আমার ব্যক্তিগত মতামত বলতে পারিনিজেকে বাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন আর হালাল স্ত্রীকে ভালোবাসুন এতেই প্রকৃত সুখ।
ড্রিমসসেফ আইটিির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url