কার্টুন ভিডিও তৈরি করুন মোবাইল দিয়ে সহজ পদ্ধতি জেনে নিন
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবোআপনারা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় কার্টুন ভিডিও তৈরি করুন মোবাইল দিয়ে এই সম্পর্কে জানতে চান? তাহলে কার্টুন ভিডিও সংক্রান্ত সকল তথ্য জেনে নিন আমাদের লেখাটি পড়ার মাধ্যমে। আমরা আপনাদের জন্য কার্টুন ভিডিও বানানোর অ্যাপস, কার্টুন ভিডিও তৈরি করুন মোবাইল দিয়ে এবং কার্টুন ভিডিও বানিয়ে আয় সম্পর্কে আলোচনা করবো।
কার্টুন ভিডিও বানিয়ে আপনি ইনকাম করতে পারবেন এবং বেকারত্ব নামক অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে পারেন। তার জন্য প্রয়োজন আপনাকে কার্টুন ভিডিও তৈরি এবং ইনকাম করার উপায় সম্পর্কে সঠিক ধারণা রাখার।
কার্টুন ভিডিও
কার্টুন ভিডিও হলো এমন একটি মাধ্যম যেখানে চলচ্চিত্র, টেলিভিশন বা অনলাইনে তৈরি হওয়া ছবি বিভিন্ন ধরনের ছোট চরিত্রর সংক্ষিপ্ত অংশ দেখানো হয়। এই ধরনের ছবিতে সাধারণভাবে অঙ্কিত চরিত্র, পরিবেশ এবং ঘটনাবলির মাধ্যমে শিক্ষা, এন্টারটেইনমেন্ট বা কিছু প্রতিবেদনের উপর ভিত্তি করে গল্প বা বিষয় প্রকাশ করা হয়।
কার্টুন ভিডিও আসলে অনেক ধরনের হতে পারে। যেমন:
- টেলিভিশন কার্টুন
- অনলাইন কার্টুন
কার্টুন ভিডিও মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়। কিন্তু কিছু কার্টুন রয়েছে যা শিক্ষামূলক বা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়। কার্টুন ভিডিও যে বিষয়ে তৈরি হয় সেটা স্বাধীনভাবে নির্মাতার ধারণা, লক্ষ্য এবং দর্শকের মাধ্যমে প্রদর্শিত হতে পারে।
কার্টুন ভিডিও বানানোর অ্যাপস
কার্টুন ভিডিও তৈরি করার জন্য কিছু অ্যাপস আছে যা সহজেই ব্যবহার ব্যবহার করে আপনারা কার্টুন ভিডিও বানাতে পারবেন। কার্টুন ভিডিও বানানোর জন্য কিছু জনপ্রিয় অ্যাপস হল:
- Toontastic 3D (টুনটাস্টিক 3D) : এটি ছোট্ট করে কার্টুন ভিডিও তৈরির জন্য খুবই সহজ এটি অ্যাপস এবং ব্যবহারকারীদের জন্য মনোযোগী অ্যাপ।
- FlipaClip: এই অ্যাপস হাতে খড়ি চিত্র সম্পাদনা এবং কার্টুন বানানোর জন্য একটি মজার অ্যাপ।
- PicsArt Animator: এটি কার্টুন ভিডিও তৈরির জন্য খুবই সহজ এবং ব্যবহারকারীর জন্য আকর্ষণীয় একটি অ্যাপস।
- Animation Desk: এটি কার্টুন ভিডিও তৈরির জন্য একটি ভাল অ্যাপস। যা প্রায় সব ধরনের ডিজাইনের কার্টুন তৈরি করতে সাহায্য করে।
- Animate It: এই অ্যাপস অ্যানিমেশন এবং কার্টুন ভিডিও তৈরির জন্য একটি সহজ ব্যবহার অ্যাপ।
উপরিউক্ত অ্যাপসগুলি ব্যবহার করে আপনি ছবি, ছবির সিরিয়াল বা অ্যানিমেশন তৈরি করতে পারেন। এগুলি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এবং তা সামাজিক মাধ্যমে শেয়ার করার মাধ্যমে ইনকামও করতে পারবেন। সম্পূর্ণ নির্ভর করে আপনার পছন্দ ও সুবিধানুযায়ী, আপনি এই অ্যাপস মধ্যে যেকোন একটি বেছে নিতে পারেন।
কম্পিউটারে কার্টুন তৈরি করার সফটওয়্যার
কার্টুন তৈরি করার জন্য কিছু জনপ্রিয় এবং সহজ সফটওয়্যার রয়েছে, যা কম্পিউটার বা অনলাইনে ব্যবহার করা যায়। কিছু জনপ্রিয় কার্টুন তৈরি করার সফটওয়্যার গুলো হল:
আরও পড়ুনঃ ফাইবারে কোন কাজের চাহিদা বেশি জেনে নিন
Toon Boom Harmony: এই সফটওয়্যার প্রোফেশনাল কার্টুন তৈরির জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি বিভিন্ন ধরনের কার্টুন তৈরি করতে ব্যবহৃত হয়। যেমন- টেলিভিশন শো, ফিচার ফিল্ম, ওয়েব সিরিজ, ইত্যাদি।
Pencil2D: এটি একটি ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার যা 2D কার্টুন তৈরি করতে ব্যবহৃত হয়।
Adobe Animate (formerly Flash): এটি সহজে ব্যবহার করা যায় এবং ব্যাপক কার্টুন তৈরি করা যায়। যা আপনাদের জন্য অনেক গ্রহণযোগ্য হবে।
Toonz Premium: এইটা ফ্রিওপেন সোর্স সফটওয়্যার, এটি ছবি থেকে কার্টুন তৈরি করতে ব্যবহৃত হয়।
Moho (Anime Studio): এটি 2D ও 3D কার্টুন তৈরির জন্য ব্যবহৃত হয়।
এই সফটওয়্যারগুলির মাধ্যমে আপনি কার্টুন চরিত্র, স্কেচ, অ্যানিমেশন, স্টোরি বোর্ড, ইত্যাদি তৈরি করতে পারবেন। এই সফটওয়্যারগুলো ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন অনুসারে টিউটোরিয়াল ও গাইডলাইন সহযোগিতা পাওয়া যেতে পারে।
কার্টুন ভিডিও তৈরি করুন মোবাইল দিয়ে
মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা সহজ কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। নিচের এই অ্যাপসগুলি ব্যবহার করে আপনি আপনার নিজের পছন্দ মতো কার্টুন তৈরি করতে পারেন। তবে এই অ্যাপস গুলো শতভাগ কার্যকর নাও হতে পারে। তাহলে চলুন জেনে নেই, মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার কিছু অ্যাপ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
আরও পড়ুনঃ অনলাইন ইনকাম সাইট ২০২৩
Plotogan: আপনারা যারা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাতে চান। তারা এই অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের বিভিন্ন সুবিধা রয়েছে। এসব সুবিধার জন্য আপনাকে এই অ্যাপ ব্যবহার করার জন্য সাজেস্ট করতে পারি। যেমন-
- বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার রয়েছে।
- আপনি চাইলে আলাদাভাবে যুক্ত করতে পারবেন।
- নিজের মতো করে চরিত্র চয়েস করা যায়।
- এবং বিভিন্ন ধরনের গল্প ও লোকেশন রয়েছে।
Toontastic 3D (টুনটাস্টিক 3D): এই অ্যাপস তাদের জন্য যারা বয়সে অনেক ছোট। অন্যান্য অ্যাপসের চেয়ে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন- Plotogan অ্যাপস এর মত বিভিন্ন ভাষা ব্যবহার করা যায় না।
PicsArt Animator: ছবি অ্যানিমেশন তৈরি করার জন্য এটি অনেক সুবিধা সম্পন্ন একটি অ্যাপস।
Anim 8: আপনি এই অ্যাপ ব্যবহার করে ভালোভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। যারা প্রফেশনাল কাজ বা গেমের জন্য কার্টুন ভিডিও বানাবেন তাদের জন্য এই অ্যাপ অনেক প্রযোজ্য হবে। এই অ্যাপে যেসব ফিচার পাবেন তা হল;
- আপনার কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারবেন।
- অনেক ধরনের প্রপ সিলেক্ট করতে পারবেন।
- এডিটিং অপশন রয়েছে।
Animate IT: এটি অ্যানিমেশন এবং কার্টুন তৈরি করার জন্য সহজে ব্যবহার করা যায়। অন্যান্য অ্যাপস এর চেয়ে এই অ্যাপে আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হল;
- এখানে বিভিন্ন ধরনের সিনারি রয়েছে।
- অনেকগুলো ক্যারেক্টার রয়েছে।
- এবং প্রফেশনাল টুলস আছে।
তবে এইসব সুবিধার যেমন রয়েছে তেমন কিছু অসুবিধা রয়েছে। যেমন-
- আলাদা করে ক্যারেক্টারে যুক্ত করতে পারবেন না।
- অবজেক্ট গুলো যুক্ত করতে পারবেন না।
- সাউন্ড ইফেক্ট দিতে পারবেন না।
এই অ্যাপস ব্যবহার করে আপনি ছবি, ছবির সিরিয়াল বা অ্যানিমেশন তৈরি করতে পারেন। তারপর আপনি সেগুলি সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন এবং আপনার প্রিয় কার্টুন ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবেন। আশা করছি, আপনারা এই অ্যাপস গুলো ব্যবহার করার মাধ্যমে আপনি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও ব্যবহার করতে পারবেন।
কার্টুন ভিডিও বানিয়ে আয়
আপনারা যারা কার্টুন ভিডিও বানিয়ে ইনকাম করতে চান তাদের জন্য আমাদের লেখা অনেক গ্রহণযোগ্য হতে পারে। তবে মনে রাখতে হবে কার্টুন ভিডিও বানিয়ে ইনকাম করার আগে কার্টুন ভিডিও তৈরির সংক্রান্ত সকল বিষয়ে আপনাকে অবগত থাকতে হবে। তারপর আপনাকে জানতে হবে ইনকাম করার উপায় সম্পর্কে। কার্টুন ভিডিও তৈরি করে আয় করার বিভিন্ন উপায় রয়েছে সেগুলো হল;
ইউটিউবে মনিটাইজেশন থেকে আয়;
- আপনি ইউটিউবে আপনার কার্টুন ভিডিও আপলোড করে মনিটাইজ করতে পারেন। এর মাধ্যমে আপনি ইউটিউব পার্টনারশিপ অর্জন করতে পারবেন এবং ভিউয়ার্সদের মাধ্যমে আর্নিং করতে পারবেন।
অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও বিক্রয় করুন;
- আপনি কার্টুন ভিডিও অনলাইন ভিডিও প্ল্যাটফর্মে বিক্রয় করতে পারেন। যেমন - Amazon Prime Video, Netflix, বা অন্যান্য স্ট্রিমিং সাইট এ।
অ্যানিমেশন প্রজেক্ট বা বিজ্ঞাপন কর্মী হিসাবে কাজ;
- পেশাদার অ্যানিমেশন প্রজেক্ট বা বিজ্ঞাপন তৈরি করে আপনি সহজে আয় করতে পারেন। বিভিন্ন কোম্পানিগুলো অনুমোদন দেয় কার্টুন তৈরি করে তাদের প্রোডাক্ট বা সেবা প্রচার করার মাধ্যমে।
আপনার ওয়েবসাইটে মার্কেটিং করুন;
- আপনার নিজস্ব ওয়েবসাইটে কার্টুন ভিডিও বিক্রয় করা যায়। আপনি নিজের ওয়েবসাইটে কার্টুন ভিডিও আপলোড করতে পারেন এবং সরাসরি ব্যবসা করতে পারেন।
এই উপায়গুলোর মাধ্যমে আপনি কার্টুন ভিডিও তৈরি করে আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনার সুনির্দিষ্ট টার্গেট অডিয়েন্স এবং ব্যবসা প্রস্তুতি সম্পর্কে ভালো জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ।
শেষ কথা
প্রিয় পাঠক, আজকে আমরা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কার্টুন ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি, আপনারা সম্পূর্ণ আর্টিকেল পড়ার মাধ্যমে কার্টুন ভিডিও সংক্রান্ত সকল তথ্য সঠিকভাবে জানতে পেরেছেন এবং অনেক উপকৃত হয়েছেন। আর যদি কার্টুন ভিডিওর কোন বিষয়ে আপনাদের জানার আগ্রহ থেকে থাকে তাহলে মন্তব্য করতে পারেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন।
ড্রিমসসেফ আইটিির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url