দাঁত ব্যথা হলে করণীয় ২০২৩
আপনারা দাঁত ব্যথা হলে করণীয় সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আজকে আমরা দাঁত
ব্যথা করে কেন, দাঁত ব্যথার লক্ষণ, দাঁত ব্যথা হলে করণীয় কি ইত্যাদি সম্পর্কে
আলোচনা করবো। তাই আর দেরি না করে মনোযোগ সহ দাঁত ব্যথা হলে করণীয় ২০২৩
আর্টিকেলটি পড়ে ফেলুন।
দাঁত বা মাড়ি ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক যখন আমাদের হয় তখন আমরা বুঝতে পারি।
তাই দাঁত ব্যথা হলে দ্রুত উচিত চিকিৎসা করানো। দাঁত ব্যথা হলে কি করবেন তা
সম্পর্কে বিস্তারিত জানতে দাঁত ব্যথা হলে করণীয় ২০২৩ পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ দাঁত ব্যথা হলে করণীয় ২০২৩
দাঁত ব্যথা করে কেন
দাঁতে ব্যথা আমাদের সবারই কম বেশি হয়ে থাকে। যখন দাঁতের ব্যথা শুরু হয় তখন
প্রচন্ড কষ্ট হয়। যার কারেণ মন মেজাজ কিছুই ঠিক থাকে না তখন খুবই অস্বস্তিকর
লাগে। ঠিক মতো খাবার খাওয়া যায় না, ব্যথার কারণে ঘুমও হয় না। তবে দাঁত ব্যথা
কেন করে তা সম্পর্কে কিন্তু অনেকেই জানে আবার অনেকেই জানেনা।
আরও পড়ুনঃ জ্বর হলে করণীয় কি জেনে নিন
আপনারা হয়তো একমত পোষণ করবেন দাঁতে ব্যথা হয় কিন্তু আমাদের বিভিন্ন দাঁতের
অযত্ন, অসচেতনার কারণেই। এজন্য আজকে আমরা জানবো দাঁত ব্যথা করে কেন। দাঁত ব্যথা
করে সাধারণত;
- নিয়মিত ব্রাশ বা মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার না করার কারণে।
- দাঁতের ফাঁকে ফাঁকে খাবারের কণা জমে থাকলে দাঁত ব্যথা করে।
- দাঁতে বা মাড়িতে সংক্রমণের ফলে মাড়ি ফুলে যায় এবং ব্যথা হয়।
- দাঁতের ব্যাকটেরিয়ার কারণে দাঁতে পোঁকা লাগে যার ফলে দাঁতের ক্ষতি হয় এবং দাঁত ব্যথা করে।
- আক্কেল দাঁত বের হওয়ার সময় বা বের হলে তখন তীব্র দাঁত ব্যথা করে।
- যেকোনো কারণে দাঁতে আঘাত পেয়ে ভেঙে গেলে বা নড়ে গেলে দাঁত ব্যথা করে।
- এছাড়াও দাঁতের পলপ নষ্ট হয়ে গেলে বা আক্রান্ত হলে অথবা দাঁত যদি ক্ষয় হয় তাহলে দাঁত ব্যথা করতে পারে।
- মিষ্টি জাতীয় বা আঠালো খাবার, কোমল পানীয় পান করার কারণে দাঁতে ক্যালকুলাস জমে এবং ধীরে ধীরে ক্যারিজ সৃষ্টি হতে পারে। যার ফলে প্রথম অবস্থায় কম ব্যথা করবে এবং পরবর্তীতে তীব্র ব্যথায় পরিণত হবে।
দাঁত ব্যথার লক্ষণ
দাঁত ব্যথার কোমন কিছু লক্ষণ আছে যা দেখলে আমরা সহজে বুঝতে পারি যে এটা দাঁত
ব্যথার লক্ষণ। আবার কিছু কিছু দাঁত ব্যথার লক্ষণ রয়েছে তা দেখলে অতি দ্রুত
ডেন্টাল ডাক্তারকে দেখানো উচিত হবে। যেহেতু আমাদের দাঁত ব্যথা করলে তীব্র
যন্ত্রণা ভোগ করতে হয়। তাই সবার উচিত হবে দাঁত ব্যথার লক্ষণ সম্পর্কে ধারণা
থাকা। তাহলে চলুন নিচে আমরা দাঁত ব্যথার লক্ষণ গুলো কি তা জেনে নেই।
- দাঁতে বা মাড়িতে ব্যথা হওয়া।
- চোয়ালে ব্যথা হওয়া।
- দাঁত ক্ষয় হয়ে যাওয়া।
- দাঁতের ফাঁকে ফাঁকে খাদ্য কণা জমা হয়ে থাকবে।
- দাঁত নড়ে গেলে।
- মাড়ির দুই পাশে লাল হবে।
- মাড়ি ফুলে যাবে, পূজ হওয়া এবং রক্তপাত হতে পারে।
- মুখে দুর্গন্ধ হওয়া।
- দাঁতে পোকা লাগা।
- খাবার স্বাদ লাগবে না।
- জ্বর জ্বর অনুভব করা।
- কান ব্যথা করতে পারে।
- ঠিকমতো মুখ হা করা যায় না, কথা বলা যায় না।
দাঁত ব্যথা হলে করণীয়
আমাদের দাঁতের অযত্ন এবং সচেতনতার ফলে দাঁতের সমস্যা দেখা দেয়। প্রায় সবারই
কোনো না কোনো সময় দাঁতের সমস্যায় পড়তে হয়। দাঁতের সমস্যার মধ্যে অন্যতম এবং
কষ্টদায়ক হলো দাঁত ব্যথা করা। দাঁত ব্যথা করলে যত সম্ভব একজন ডেন্টাল চিকিৎসকের
পরামর্শ নেওয়া। কারণ দাঁতের ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। তবে কিছু কিছু কারণ
গুরুতর হতে পারে বা দীর্ঘস্থায়ী চিকিৎসার প্রয়োজন পড়তে পারে।
আরও পড়ুনঃ প্রসাবে ইনফেকশনের লক্ষণ ও প্রতিকার
তাই দাঁত ব্যথা করলে অবহেলা না করে উচিত হবে চিকিৎসা করানো। আর সেজন্যই আমরা
চিকিৎসকের কাছে না যেতে পারলে উপস্থিত ঘরোয়া উপায় এ কিভাবে দাঁতের ব্যথা
নিরাময় করা যায় তা সম্পর্কে কিছু পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরবো। নিচে দাঁত
ব্যথা হলে করণীয় কি জেনে নিন।
নিয়মিত ঘুম থেকে উঠার পর এবং রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা।
কুসুম কুসুম হালকা গরম পানির সাথে লবণ মিশিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথা বা
মাড়ির ব্যথা কমাতে ভালো কাজ করে।
- দাঁতের ব্যথা কমাতে রসুন উপকারী। রসুন থেতলিয়ে এর সাথে অল্প একটু লবণ মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখুন। ব্যথা কমাতে সহায়তা করবে।
- লবঙ্গের সাথে অলিভ অয়েল তেল মিশিয়ে দাঁতে লাগান আরাম পাবেন।
- দাঁত ব্যথা করলে পেয়াজ চিবিয়ে খান দেখবেন ব্যথা কমে যাবে।
- এক চামচ অথবা আধা চামচ হিং গুড়োর সাথে লেবুর রসের সাথে মিশিয়ে দাঁতে লাগান দেখবেন ব্যথা কমে গেছে।
- আমরা অনেকেই জানি দুর্বাঘাস এর রস ব্যথা কমিয়ে থাকে। যখন ব্যথা করবে তখন দুর্বাঘাস চিবিয়ে ব্যথা স্থানে লাগিয়ে রাখুন।
- ব্যথা কমাতে পেয়ারার পাতা সহায়ক। পেয়ারার পাতা হালকা গরম পানিতে সিদ্ধ করে মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করুন।
- দাঁতের ব্যথা কমাতে ভ্যানিল এক্সট্র্যাক্ট ব্যবহার করুন। তুলায় করে ২-৩ ফোটা ভ্যানিল এক্সট্র্যাক্ট নিয়ে ব্যথা স্থানে চেপে ধরে রাখুন।
- অন্য কিছু উপায় না পেলে বরফ নিয়ে কাপড়ে অথবা তুলাতে করে মুড়িয়ে ব্যথা স্থানে ধরে রাখুন দেখবেন ধীরে ধীরে ব্যথা কমিয়ে আসবে।
শিশুর দাঁত ব্যথা দূর করার উপায়
শিশুদের মধ্যেও দাঁত ব্যথা লক্ষ্য করা যায়। কিন্তু আমাদের মত প্রাপ্ত বয়স্করা
সহজে বুঝতে পারলেও শিশুরা কিন্তু বুঝতে পারে না। শিশুরা যখন খাবার খায় বা
চিবানোর সময় কান্নাকাটি করে তখন বুঝবেন দাঁতের সমস্যা হয়েছে। কিন্তু তারা
ব্যথার স্থান চিহ্নিত করতে পারে না। এজন্য শিশুর পরিবার অর্থাৎ বাবা - মাকেই
সচেতন হতে হবে। প্রথম অবস্থায় খেয়াল না করলে পরবর্তীতে দাঁতের সমস্যা জটিল হয়ে
উঠতে পারে।
এজন্য শিশুরা যখন অকারণে কান্নাকাটি করবে,খাবার খাওয়ার সময় কান্নাকাটি করবে বা
খাবার খাওয়ার সময় অসুবিধা হলে তখন বাচ্চার মুখের ভিতর খেয়াল করতে হবে। এখন
চলুন শিশুর দাঁত ব্যথা করলে কি করা উচিত জেনে নেই শিশুর দাঁত ব্যথা দূর করার উপায়
সম্পর্কে।
- বাবা - মার উচিত শিশুদের প্রতিদিন দাঁত পরিষ্কার করানো।
- শিশুর দাঁত ব্যথা করলে অতি জরুরী ডেন্টাল চিকিৎসককে দেখাতে হবে।
- দাঁতের ব্যথা অবস্থায় বেশি গরম বা ঠান্ডা খাবার খাওয়ানো যাবে না।
- মিষ্টি জাতীয় খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে।
- আঠালো যুক্ত খাবার যেমন চকলেট, ক্যান্ডি, চুইংগ্রাম খাওয়ানো যাবে না।
- দাঁতের মধ্যে জমে থাকা খাবার কণা ডেন্টাল ফ্লস ব্যবহার করে বের করতে হবে।
- হালকা কুসুম করা পানিতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে কয়েক সেকেন্ড মুখে নিয়ে বারবার কুলি করলে মুখ পরিষ্কার হবে এবং ব্যথা কমে যাবে।
দাঁত ব্যথার ওষুধ
অনেকে আমাদের কাছে জানতে চান দাঁত ব্যথার ওষুধের নাম। আমরা সবাই জানি দাঁত ব্যথা
বিভিন্ন কারণে হয়ে থাকে। তাই আগে চিহ্নিত করতে হবে ঠিক কি কারণে দাঁত ব্যথা
হচ্ছে। তারপর ওষুধ খেতে হবে। অনেকে আছে দাঁত ব্যথা করলে যে কোন ব্যথার ওষুধ খেয়ে
থাকি। যে কোন ওষুধ হুটহাট করে খাওয়া ঠিক না। কারণ আমরা মেডিসিন সম্পর্কে সঠিক
জানিনা বা কোন ব্যথার জন্য কোন ওষুধ প্রযোজ্য হবে এবং কোন ওষুধের
পার্শ্বপ্রতিক্রিয়া কেমন হবে তা সম্পর্কে জানিনা।
কি ঠিক বলেছি তো এজন্য যখন আপনার দাঁত ব্যথা করবে তখন অবশ্যই একজন ডেন্টাল
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তারপরও আপনাদের সুবিধার্থে কিছু
দাঁত ব্যথার ওষুধ এর নাম তুলে ধরা হলো।
- আইবুপ্রোফেন
- ইটোরিকক্সিব
- অ্যাসপিরিন
- অ্যাসিটামিনোফেন
শেষ কথা
প্রিয় পাঠক, আজকে আমরা আপনাদের জন্যদাঁত ব্যথা হলে করণীয় ২০২৩ আর্টিকেলটির
মাধ্যমে দাঁত ব্যথা করে কেন,দাঁত ব্যথার লক্ষণ সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি।
এবং দাঁত ব্যথা হলে করণীয় কি, শিশুর দাঁত ব্যথা দূর করার উপায় বা ঘরোয়া পদ্ধতি
কি তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও দাঁত ব্যথার ওষুধ কিভাবে খাওয়া
উচিত হবে এবং দাঁত ব্যথার ওষুধ এর নাম বলেছি। আশা করছি, এই দাঁত ব্যথা হলে করণীয়
২০২৩ আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন।
ড্রিমসসেফ আইটিির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url